জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশনের (জাইকা) বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ হাইয়াও কাওয়া ইউহো গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার ফেইজ-২ পরিদর্শন করেছেন। এ সময় তিনি শোধনাগারের ল্যাবরেটরিসহ প্রতিটি চেম্বার ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি পরিদর্শক বইয়ে মন্তব্যসহ স্বাক্ষর করেন। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) তাহেরা ফেরদৌস, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, জনসংযোগ কর্মকর্তা এবং জাইকা অফিসের সিনিয়র অফিসিয়ালবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।