দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল সেটা আজ বাস্তবে পরিণত। করোনাকালীন মহাদুর্যোগেও বাংলাদেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে, রিজার্ভ বেড়েছে। রেমিট্যান্সের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। জনগণের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে এককথায় বলা যায় সব সেক্টরে যে ব্যাপক উন্নয়ন তার একমাত্র অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফল সরকার। শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের কাজ করে যাচ্ছেন কেননা দেশের অর্ধেক জনগণ নারী সমাজ, তাই দেশের উন্নয়নে নারীদেরও এগিয়ে আসতে হবে। গত ১৯ জুন বোয়ালখালী উপজেলা সদরে উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীম আরা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শাহনাজ পারভীন নিলু, রুনা দে, বেলী আক্তার চৌধুরী, রুজী আকতার, পান্না কায়সার, মিনা দে, থানছি সেন, শায়রা করি রুজী, নাছরিন আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।