নগরীর খাতুনগঞ্জ এ্যাপোলো চত্তর মোড়ে গরীব দুঃখী মানুষের মাঝে একহাজার শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অর্ব কমার্সের সভাপতি মাহববুল আলম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, কাউন্সিলর হাজী নুরুল হক। সভাপতিত্বে ছিলেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
এতে প্রধান অতিথি মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার আজীবনের জন্য দরকার। জননেত্রী শেখ হাসিনা সকল গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে। নওফেল বলেন, শেখ হাসিনা নজিরবিহীন রাষ্ট্র পরিচালনা করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন, দেশের মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়। পদ্মা সেতুর উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশের সকল অগোছালো উন্নয়ন কাজ সম্পূর্ণ হবে। দেশ এগিয়ে যাবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।
এতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম হারুনুর রশিদ, সুভাষ ঘোষ, আবু মো. ইউছুপ, ধীমান দাশ গুপ্ত, প্রশান্ত ভট্টাচার্য, মো. আজিজুল ইসলাম, অজয় দত্ত, মালেকা চৌধুরী, যুবলীগ নেতা মান্না বিশ্বাস, মো. সেলিম, আবদুল হালিম খোকন, বিশ্বজিৎ বিশ্বাস, এমদাদুল হক রাইয়ান, আব্বাস উদ্দিন, তাপস কান্তি দাশ, মো. আকাশ, ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন, সাইফুজামান আবির, মো. টিটু, মো. রুবেল। প্রেস বিজ্ঞপ্তি।