সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। তিনি দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সারাদেশকে উন্নয়নে সাজিয়ে তুলছেন। শিক্ষাক্ষেত্রে যে আমূল পরিবর্তন এনেছেন তা অতীতে কেউ করতে পারেনি। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের ভবন সমপ্রসারণ উদ্বোধন ও মা সমাবেশে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি, রেজাউল করিম বাবুল, পৌর মেয়র মো. জহুর ইসলাম জহুর, প্যানেল মেয়র রেবেকা সুলতানা মনি, আরিফ উদ্দিন জুয়েল, নাছির উদ্দিন, আরিফ মঈন উদ্দীন, এজু মিয়া তালুকদার, জাহাঙ্গীর তালুকদার, ইলিয়াছ চৌধুরী, নুরুল আবছার, মো. আজিম, আমির হোসেন, তৌহিদুল ইসলাম প্রমুখ। এর আগে ভবন সমপ্রসারণ কাজের উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।