শেখ হাসিনার স্মার্ট দেশ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে

যুব রেড ক্রিসেন্টের কর্মশালায় পেয়ারুল

| সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা ১ম যুব সমাবেশ বিবিরহাট জে ইউ পার্কে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের পৃষ্ঠপোষকতায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মশালার মাধ্যমে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আসলাম খানের সভাপতিত্বে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, অধ্যক্ষ তৌহিদুল আলম, অধ্যক্ষ প্রকৌশলী জ্যোতি কর খীসা, অধ্যক্ষ বিজয় কুমার। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম নওশের, মো. ইলিয়াস চৌধুরী, হাবিব মাহমুদ সাজ্জাদ, রাইসুল ইসলাম এমিলি। প্রধান অতিথি বলেন, যুবকরা এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে যুবকদের কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে যাদের ভুমিকা বেশি তারা বেশিরভাগই হবে তরুণ। তিনি বলেন,তরুণদের ছাড়া স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ও বিআইটিএম, বেসিসের এমওইউ চুক্তি স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধপ্রতিভাসের জায়া প্রজায়িনী