শেখ হাসিনার সরকার শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছে

অভিভাবক সমাবেশে মফিজুর রহমান

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, একটা শিক্ষিত জাতি উপহার দিতে জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে অধিক গুরত্ব দিয়েছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নানাবিধ সুযোগ সুবিধা অব্যাহত রেখেছে। এদেশের প্রতিটি শিশুর শিক্ষার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি শ্রদ্ধাশীল, তাই তিনি ইংরেজী বছরের প্রথম দিনে উৎসবের আমেজ নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণসহ, উপবৃত্তি চালু, বিদ্যুৎ, স্বাস্থ্যসম্মত টয়লেট, পানীয় জলের ব্যবস্থা সম্বলিত আধুনিক বিদ্যালয় ভবন তৈরী করে দিয়েছে। শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিকে আজ শেখ হাসিনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তাই নৌকাকে আবার বিজয়ী করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তিনি গতকাল শনিবার সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে সাতকানিয়া মডেল হাই স্কুলের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, মাস্টার ফরিদুল আলম, রূপ কুমার নন্দী খোকন, জেলা পরিষদ সদস্য আবদুল আলিম, মৃদুল কান্তি দাশ, সাইদুর রহমান দুলাল, মাহামুদুর রহমান, আবুল কালাম, চেয়ারম্যান রমজান আলী, জানে আলম জামাল, আসাদুজ্জামান জনি, শফিকুল ইসলাম, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ শফিকুল ইসলাম বেবী, আনিসুর রহমান, জাবেদ ইকবাল, এস. এম. আজিজ, হাজী নুরুল হক, চেয়ারম্যান লিয়াকত আলী, ওসমান আলী, আবু ছালেহ শান, মিনহাজুল আবেদীন মুন্না, সাইফুদ্দীন খালেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এম. মনজুর আলমের মানবিক কার্যক্রম
পরবর্তী নিবন্ধহৃদরোগ থেকে বাঁচতে বেশি দরকার সচেতনতা