সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে বিগত আড়াই যুগ ধরে সনাতন ধর্মাবলম্বীরা স্বাধীন ভাবে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবসহ সকল ধরনের ধর্মকর্ম করতে পাচ্ছেন। আগামীতেও এই সরকারের ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে আমাদেরকে এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
গত সোমবার রাউজানের উত্তর–দক্ষিণ পূজা উদযাপন পরিষদের দুটি পৃথক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাউজান উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উপজেউত্তর পূজা উদযাপন পরিষদের আয়োজনে বার্ষিক সাধারণ সভায় বস্ত্র বিতরণ ও সরকারি অনুদান প্রদান করেন তিনি। তাছাড়া দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। দুটি অনুষ্ঠানের মধ্যে উপজেলা (উত্তর) পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সভাপতিত্ব করেন চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুমন দে ও তপন দে। দক্ষিণ রাউজানের সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রকাশ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী ও রুবেল বৈদ্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার,পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, চেয়ারম্যান সরোয়ার্দ্দি সিকদার, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, দিলীপ মজুমদার, ডা. বিশ্বনাথ দাশ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, দিলীপ চৌধুরী,আজাদ হোসেন, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, ভুপেষ বড়ুয়া, শফিকুল ইসলাম, বি এম জসিম উদ্দিন হিরু, সাহাবুদ্দিন আরিফ, আব্বাস উদ্দিন, বাবুল মিয়া, রোকন উদ্দিন, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, রবীন্দ্র লাল চৌধুরী প্রমুখ।