শেখ হাসিনার শাসনকাল ৫০০ বছর পরেও স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত হবে

প্রিমিয়ার ভার্সিটিতে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে অনুপম সেন

| শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, ২০০৯ সালে হাসিনা সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত এই ১২ বছরে বাংলাদেশকে যেভাবে রূপান্তরিত করেছে, তার ফলে বাংলাদেশ আজ একটি দরিদ্র, বিদেশি সাহায্যধন্য বা কৃপাপুষ্ট দেশ নেই। বঙ্গবন্ধু বাঙালির জন্য প্রথম প্রকৃত রাষ্ট্র সৃষ্টি করেন। সেই রাষ্ট্রটিকে আজ বিশ্বমানচিত্রে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তারই কন্যা দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনার শাসনকাল-ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের মতো আজ থেকে ৫০০ বছর পরেও বাঙালির ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রফেসর ড. অনুপম সেন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক। প্রফেসর ড. অনুপম সেন বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙালির ইতিহাসে ঘৃণ্যতম দিন। এই দিনটিতে কতিপয় মানুষ নামের অযোগ্য-নরপশু জাতির জনককে সপরিবারে হত্যা করেছে। এই মানুষগুলো এতই ঘৃণ্য যে, তারা কেবলমাত্র বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তারা হত্যা করেছে তার নবপরিণিতা পুত্রবধূকে, এমনকি শিশু রাসেলকে। সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান। তারই ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশের উন্নয়নের কাণ্ডারি হিসেবে পেতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, উপাচার্যের উপদেষ্টা ও চিফ ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিমসহ প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতির পাঠশালার ‘শেখ হাসিনা ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধবই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে