শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে

নির্মাণ শ্রমিক ফেডারেশন দক্ষিণ জেলার আলোচনা সভায় বক্তারা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মাণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে খতমে কোরআন মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মো. নুরুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক মো. রফিক হাসানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল হোসেন। বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সহসভাপতি আবু তাহের, আবু ছৈয়দ, সোহেল ইমরান, মো. সাইফুল ইসলাম, মো. এখলাস মিয়া, নুর মোহাম্মদ, মো. শাহ আলম, মোহাম্মদ ইসহাক, অধ্যাপক আজিজুল হক মানিক, নোমান সরওয়ার দুলাল, আবু ছৈয়দ লালু, হাসান শরীফ, ইকবাল হোসেন, আসহাব মিয়া, তৈয়ব আলী, মামুনুর রশীদ, মোরশেদ আলম, ফারুক আহমেদ, সাইফুদ্দীন ভোলা, হারুনুর রশীদ, রিটন বড়ুয়া, আবদুল আউয়াল, আনোয়ার হোসেন, আবু তৈয়ব, মো. সাইফুল ইসলাম জুয়েল, ছোটন আচার্য্য, বাদশা মিয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএম শাহ আলম তালুকদার
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বপ্নযাত্রীর ত্রাণ বিতরণ