শেখ হাসিনার বিষয়ে সরকারের দাবি প্রত্যাখ্যান দিল্লির

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা থেকে বিতাড়িত পলাতক রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে থেকে এ দেশে অবস্থানরত তার সমর্থকদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উস্কানি দিচ্ছেন। তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান করেছে। গতকাল রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সরকারের এ দাবি প্রত্যাখ্যান করে দিল্লি। খবর বাংলানিউজের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। ভারত কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থ বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি।

এতে বলা হয়, আমরা আশা করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে র‌্যাব কর্মকর্তার বাড়িতে চুরি
পরবর্তী নিবন্ধএসএসসি ৯১ চট্টগ্রাম ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন