সমৃদ্ধ দেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার প্রযুক্তি ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (আইডিইবি) ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে। চট্টগ্রাম জেলা আইডিইবি ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আইডিইবি সভাপতি প্রকৌশলী নেছার উদ্দিন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় সহ-সভাপতি জাফর আহমদ সাদেক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল কুদ্দুস, চট্টগ্রাম জেলা আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আলীম শাহ চৌধুরী, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ও চপই এলাইমনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী হেলাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা আইডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আলাউদ্দিন, প্রকৌশলী এনামুল হক সাগর, প্রকৌশলী আবু জাফর, প্রকৌশলী রফিকুর রহমান, প্রকৌশলী মো. শাহীন চৌধুরী ও প্রকৌশলী মীর্জা রবিউল নয়ন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।