জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, উন্নত–সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন, এখন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, গ্রামের রাস্তা–ঘাট, ব্রীজ কালভার্ট এগুলো দেখলে এখন আর গ্রামকে গ্রাম মনে হয়না। শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক গ্রাম এখন শহর হয়েছে। তিনি গত শনিবার পটিয়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের ৪টি ও এলজিইডির ২টিসহ মোট ৬টি প্রকল্পের ১২০ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রকল্পগুলো হচ্ছে, ২৪ লক্ষ ১৪ হাজার টাকা ব্যয়ে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের তালতলা থেকে অলির হাট পর্যন্ত যোগেন্দ্র–মাধুরী সিংহ সড়ক, ১৬ লক্ষ ৬ হাজার টাকা ব্যয়ে চলমান প্রণব–সুহাসিনী সিংহ সড়ক, ৬০ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে সদ্য সমাপ্ত হওয়া চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ওয়াই জংশন থেকে বাদামতল হয়ে জলুয়ার দিঘীর পাড় কমলমুন্সির বাজার পর্যন্ত দুই প্যাকেজে ১৮ ফুট থেকে ৩৪ ফুট সড়ক প্রশস্তকরণ, ৬ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে পটিয়া বাইপাস ওভারলে দ্বারা উন্নয়ন, ১০ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে পটিয়া–চন্দনাইশ–বৈলতলী সড়ক ওভারলে দ্বারা উন্নয়নসহ ৩৫ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে পৌরসদরের ইন্দ্রপুল থেকে শ্রীমাই পর্যন্ত ড্রেন টু ড্রেন সড়ক যথাযথ প্রশস্থতায় উন্নীতকরণ।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, পটিয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইঞ্জিনিয়ার রুপক কুমার সেন, প্রকৌশলী কমল কান্তি পাল, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, শাহাদাত হোসেন সবুজ, আবদুল খালেক, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, শফিউল আলম, জসীম উদ্দিন, গিয়াস উদ্দিন আজাদ, নাছির উদ্দিন, কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াছমিন আকতার, আলমগীর আলম, এম এন এ নাছির, সাইফুল্লাহ পলাশ, হাসান উল্লাহ চৌধুরী প্রমুখ।












