শেখ হাসিনার প্রচেষ্টায় অবহেলিত নারী সমাজের ভাগ্য বদলেছে

বঙ্গবন্ধু মহিলা পরিষদের সভায় এমপি মোছলেম

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তন করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। নারীরা ধর্ম, কর্মসহ যে কোন দায়িত্ব পালনে আন্তরিক। নারী সমাজের শক্তিকে একমাত্র শেখ হাসিনাই কাজে লাগানোর চিন্তা করে সফল হয়েছেন। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার ফলে এক একটি পরিবার স্বাবলম্বী হচ্ছে। শেখ হাসিনা সরকারের সাহসী সিদ্ধান্তের কারণে দেশের অবহেলিত নারী সমাজ সম্মানিত হয়েছে।
গতকাল গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু মহিলা পরিষদ ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের আওতাধীন সি ইউনিটের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু মহিলা পরিষদ ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের সভাপতি শামীম আরা খানমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন শারমিন সুলতানা মৌর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, মহানগর আওয়ামী লীগ সদস্য মহব্বত আলী খান, মোহাম্মদ এমরান, কাউন্সিলর শফিকুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম, আব্দুস শাকুর ফারুকী, আব্দুল্লাহ আল মামুন, এম ইউনুচ, এড. জীনাত সোহানা চৌধুরী, এস এম ইয়াকুব আলী, মোহাম্মদ ফারুক, শাহনাজ বেগম, সুলতানা আক্তার, ইফতেখারুল ইসলাম রিপন, এড. আবর আলী, মোহাম্মদ নুরুল আবছার, রাবেয়া আকতার, নার্গিস আকতার সীমা, জুমা চৌধুরী, ববি চৌধুরী, মুন্নি আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সড়ক বিভাগের চার শতক জায়গা উদ্ধার