শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে

স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সভায় মোছলেম উদ্দিন

| মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির জনককে হত্যার পর বাংলাদেশের জাতীয় অর্জনগুলো একে একে বিনষ্ট করে দেওয়ার পাঁয়তারা চলেছে। জাতিকে পেছনে নিয়ে যাওয়ার হীন চেষ্টা অব্যাহত রাখা হয়েছিল। আধুনিক, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশের স্বীকৃতি নিয়ে তার সফল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়া তাই প্রমাণ করে। তার সফল নেতৃত্বে দেশ আবার সুনাম নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। সেই চরম দুঃসময়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই বাংলাদেশ চরম অনিশ্চয়তা থেকে মুক্ত হয়েছে। স্বৈরশাসনের পতন হয়েছে চিরতরে। তিনি গতকাল সোমবার আন্দরকিল্লাস্থ কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্ব একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে, দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেশকে আজ উন্নয়নের সোপানে পৌঁছানো সম্ভব হয়েছে। সভায় বক্তব্য দেন, সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, বিজয় কুমার বড়ুয়া, দেবব্রত দাশ, ছিদ্দিক আহমদ বি.কম, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জোবায়ের, দক্ষিণ জেলা তাঁতীলীগ আহ্বায়ক দিদারুল আলম, জাহেদুর রহমান সোহেল, তারেকুল ইসলাম, আবদুল হান্নান লিটন, আবদুল মোনাফ, মো. ইলিয়াছ, আরশাদুর রহমান রিয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি সিটি কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল ও ফ্রি খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে দুস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান