শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের মিলনমেলা

| বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৫৪ পূর্বাহ্ণ

শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে শিশুকিশোর চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণের মাধ্যমে হাজার হাজার শিশুকিশোরদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকালে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন পরিষদ, চট্টগ্রামের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে মিলনমেলা উদ্বোধন হয়। এ আয়োজনে নগরের ৯০টি স্কুলের মোট ৩ হাজার শিক্ষার্থীদের নিয়ে এ চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুকিশোরদের নিয়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. অনুপম সেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, মহিউদ্দিন বাচ্চু এমপি, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রসেফর ড. আনোয়ারুল আজিম আরিফ, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোহিত উল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, . জীনবেধি ভিক্ষু, অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, রাশেদ রউফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, খোরশেদ আলম, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, . নিছার উদ্দিন আহমদ মঞ্জু, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, দিলোয়ারা ইউসুফ, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা আসলাম খান, মঞ্জুর মোর্শেদ ফিরোজ, নাজিম উদ্দিন মুহুরী, এইচ এম আলী আবরাহা, দিলোয়ারা ইউসুফ, বোরহান উদ্দিন মো. এমরান, আব্দুল আলীম, ফারহান আফরিন জিনিয়া, ছিদ্দিকুর রহমান, সুরাইয়া বেগম, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, শাহ আলম ইমন, মোহাম্মদ ইসমাইল, রিয়াজুর রহমান চৌধুরী, ইশতাকুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্পদের তথ্য জালিয়াতির অপরাধে দোষী সাব্যস্ত ট্রাম্প
পরবর্তী নিবন্ধহত্যার পর মরদেহ লুকিয়ে রাখা হয় কচুরিপানায়