চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, মিথ্যা প্রচারণা ও গুজব প্রতিরোধের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ডবলমুরিং ও ৩৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনকল্পে গত বুধবার বিকেলে আগ্রাবাদস্থ একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য কামরুন নাহার বেবীর সভাপতিত্বে এবং নগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুখ সুলতানার সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আওয়ামী লীগের আইন উপ–কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াস, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ, ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ এসকান্দর মিয়া, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজ মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আলাউদ্দিন ফারুক, আজাদ হোসেন রাসেল, মোহাম্মদ আলী, উত্তম শীল, ফারজানা শিরীন মুন্নি, তাহমিনা বেগম, স্বপ্না বেগম, হাফিজা হেলাল, আফরোজা খানম প্রমুখ।
সভা শেষে কামরুন নাহার বেবীকে আহ্বায়ক ও মর্জিনা আফরোজকে যুগ্ম আহ্বায়ক এবং জিন্নাত বেগমকে সদস্য সচিব করে মোট ৩১ সদস্যের ডবলমুরিং থানা কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ৩৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের তানজিন আরাকে আহ্বায়ক ও রোজিনা আক্তারকে যুগ্ম আহ্বায়ক এবং নুর জাহানকে সদস্য সচিব করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












