শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্টে গতকাল শনিবারের প্রথম খেলা দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়। এতে কালারপোল হাজী ওমরা মিয়া উচ্চ বিদ্যালয় ৮-২ গোলে টিএসপি কমপ্লেঙ সেকেন্ডারি স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইফতাহার ৩টি, আরাফাত ও আব্দুল মতিন ২টি করে ও দিদারুল ইসলাম ১টি গোল করেন। দিনের দ্বিতীয় খেলায় সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ২-১ গোলে সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইয়াছিন আরাফাত ও মো. ফয়েজ ১টি করে গোল করেন। দিনের তৃতীয় খেলায় বন্দর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় এবং একাডেমি ল্যাবরেটরি স্কুলের খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে একাডেমি ল্যাবরেটরিকে ৩-১ গোলের ব্যবধানে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় পরাজিত করে। দিনের চতুর্থ খেলায় পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় খেলায় উপস্থিত না হওয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয় ওয়াকওভার পায়। পঞ্চম খেলায় মুসছুরাবাদ পুলিশ লাইনস মাঠে সিএমপি স্কুল এন্ড কলেজ ২-১ গোলে মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে শহীদুল ইসলাম ও ইকবাল হোসেন ১টি করে গোল করেন। ষষ্ঠ খেলায় মুনছুরাবাদ পুলিশ লাইনস মাঠে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ ১-০ গোলে আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলটি করেন আহমেদ সাদিত।