শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ এবং জে.এম.সেন স্কুল এন্ড কলেজের খেলাটি নির্ধারিত সময়ে ড্র হয়। পরবর্তিতে টাইব্রেকারে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়ে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে জোবায়েদ এবং আবদুল লতিফ প্রত্যেকে ২টি করে গোল করেন।