শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর উপজেলা প্রশাসনের উদ্যোগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, শেখ রাসেল শিশু কেন্দ্রের পরিচালক জেসমিন আকতার প্রমুখ। কার্যক্রমের আওতায় কেন্দ্রের মোট ১৬০ জন শিশুর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিদ্যালয়ে গমনকারী শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি, শিশুদের স্বাস্থ্য সেবা ও জরুরি প্রয়োজনে শিশুদের রক্তের প্রয়োজনের বিষয়গুলো মাথায় রেখে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ব্লাড গ্রুপ নির্ণয়ে ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধট্যাংকলরি মালিক সমিতির সভাপতি ইসহাক বাদশার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধইসলামি গবেষক ও লেখকদের সাথে আনজুমান ট্রাস্টের মতবিনিময় সভা