চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ারটেক লিঃ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল। দামপাড়া পুলিশ লাইন মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ মো. তানভীর। এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং মহানগরী ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি সানা শামীম নুর রহমান, অতিরিক্তি পুলিশ কমিশনার এবং শামসুল আলম, শ্যামল কুমার নাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান এস এম মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, ইবাদুল হক লুলু, কমিটির ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান, ফরিদ আহমেদ, আবদুল্লাহ আল মামুন, শামীম আজাদ খোকন, উপ পুলিশ কমিশনার মো. জসিম উদ্দিন। এছাড়া সংস্থার নির্বাহী সদস্য যথাক্রমে মিনহাজ উদ্দিন আহমেদ, সেকান্দর কবির, নিয়াজ মোহাম্মদ খান, কায়সার মির্জা, টুর্নামেন্ট কমিটির সম্পাদক আশিষ ভদ্র, যুগ্ম সম্পাদক রকিব মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার ক্রিকেট সম্পাদক যাহেদুর রহমান। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজ ২-০ গোলে নাসিরাবাদ সরকারী বালক বিদালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মিশকাতুল এবং তৌহিদুল গোল দুটি করে। দিনের অপর ম্যাচে খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয় ৭-০ গোলে দিলুয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে হানিফ ২টি গোল করে। এছাড়া একটি করে গোল করে ফরহাদ, ইমন, আল আমিন, আফতাব।