চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আগামীকাল। দামপাড়া এস ও এফ মাঠে মুখোমুখি হবে নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয় এবং সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজ। পি ও এম মাঠে অপর ম্যাচে মুখোমুখি হবে দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এবং খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টে ৩২ টি স্কুল অংশ গ্রহণ করছে। দলগুলো প্রথম পর্বে ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে প্রি কোয়ার্টার ফাইনাল। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। দামপাড়া এস ও এফ মাঠ এবং পি ও এম মাঠ ছাড়াও বন্দর স্কুল মাঠ এবং মনসুরাবাদ পুলিশ লাইন মাঠেও অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা সমুহ। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুলিশ কমিশনার এবং মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ মো, তানভীর। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল এম এ আজিজ স্টেডিয়ামস্থ মহানগরী ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান এস এম মেহেদী হাসান। সম্মেলনে অতিরিক্ত উপকমিশনার (বন্দর) মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপকমিশনার (সাপ্লাই) গাজী রবিউল ইসলাম, অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত, অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আরাফাতুর রহমান, মহানগরী ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুর রহমান লুলু, নির্বাহী সদস্য সেকান্দর কবীর, কায়সার মির্জা, নিয়াজ মো. খান, শামীম আজাদ খোকন, রাকিব মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।