শেখ রাসেল বিভাগীয় কমিশনার অনূর্ধ্ব–২০ ফুটবল টুর্নামেন্টে গতকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ খেলায় হার মেনেছে চট্টগ্রাম জেলা। গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় চট্টগ্রাম জেলা ১–০ গোলে স্বাগতিক নোয়াখালী জেলার কাছে পরাজিত হয়। চট্টগ্রাম পুরো খেলায় আক্রমণ করে খেললেও গোল পেতে ব্যর্থ হয়। এর আগে গত বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় লক্ষীপুর জেলাকে চট্টগ্রাম হারিয়েছিল।
চট্টগ্রাম জেলা দলের আকিব দুটি গোল করেছিলেন। এ সুবাদে চট্টগ্রাম জেলা দল কোয়ার্টার ফাইনাল খেলা অনেকটা নিশ্চিত করেছে।