শেখ রাসেল ক্রীড়া চক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চারটি খেলা সম্পন্ন হয়েছে। প্রথম খেলায় বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি ৯-৬ গোলে শোভনীয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে ফিরিঙ্গি বাজার ফুটবল একাডেমি ৬-৪ গোলে বন্দর এফওয়াইসি একাডেমিকে পরাজিত করে। তৃতীয় খেলায় শোভনীয়া ফুটবল একাডেমি ৩-১ গোলে আনোয়ারা ফুটবল একাডেমিকে পরাজিত করে। দিনের শেষ খেলায় মহসিন সাজু ফুটবল একাডেমি ৪-২ গোলে বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে। গতকালের চার ম্যাচে চারজন ম্যাচ সেরা নির্বাচিত হয়। ম্যাচ সেরাদের হাতে পুরষ্কার তুলে দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের যুগ্ম সম্পাদক আরিফ হান্নান।