শেখ রাসেল চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে চূড়ান্ত বাছাই কাল

| মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগ আয়োজিত শেখ রাসেল স্মরণে অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট উৎসব আগস্টের মাঝামাঝি শুরু হবে। এ লক্ষে এখন চলছে চূড়ান্ত বাছাই। গত ২৩ জুলাই বাছাই সম্পন্ন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ১৪ একাডেমির মধ্যে ৪ একাডেমি উপস্থিত থাকতে পারেনি। তাদের বাছাই ২৭ জুলাই বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যে সকল একাডেমি তাদের খেলোয়াড়দের নিয়ে চূড়ান্ত বাছাইয়ে অংশ নিতে পারেনি তাদের উল্লিখিত তারিখে যথাসময়ে উপস্থিত হতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.৪৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধশোভনীয়া ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত