চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগ আয়োজিত শেখ রাসেল স্মরণে অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট উৎসব আগস্টের মাঝামাঝি শুরু হবে। এ লক্ষে এখন চলছে চূড়ান্ত বাছাই। গত ২৩ জুলাই বাছাই সম্পন্ন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ১৪ একাডেমির মধ্যে ৪ একাডেমি উপস্থিত থাকতে পারেনি। তাদের বাছাই ২৭ জুলাই বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যে সকল একাডেমি তাদের খেলোয়াড়দের নিয়ে চূড়ান্ত বাছাইয়ে অংশ নিতে পারেনি তাদের উল্লিখিত তারিখে যথাসময়ে উপস্থিত হতে বলা হয়েছে।