শেখ রাসেল চ্যালেঞ্জ কাপে অংশগ্রহনকারী একাডেমিগুলোর জ্ঞাতার্থে

| শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

শেখ রাসেল স্মরণে অনুর্ধ-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় রেজিস্ট্রেশন কার্যক্রমের দ্বিতীয় দিনের কার্যক্রম গতকাল অনুষ্ঠিত হয়। কার্যক্রমের শেষ দিন আজ রাত ৮টা পর্যন্ত। এ সময়ের মধ্যে যারা এখনও রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করেননি তাদের উক্ত ফরম সংগ্রহ সাপেক্ষে আগামীকাল ৬ আগস্ট রাত ৮টার মধ্যে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিটি একাডেমিকে প্রতি খেলোয়াড়ের রেজিস্ট্রেশন ফরমের সাথে অনলাইন জন্ম সনদের কপি, ইএমআই টিকা সনদের কপি ও যারা পিএসসি পরীক্ষা দিয়েছেন তাদের পিএসসি সনদের ফটোকপি সংযুক্ত করতে বলা হয়েছে।- প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বিপাকে সাকিব
পরবর্তী নিবন্ধআজ জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান