শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে চট্টগ্রামের শুভসূচনা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ (অনূর্ধ্ব২০) ফুটবল প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা শুভসূচনা করেছে। গতকাল বুধবার বিকেলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের প্রথম খেলায় চট্টগ্রাম জেলা ২০ গোলে লহ্মীপুর জেলাকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটের সময় চট্টগ্রামের মোহাম্মদ রবিউল হোসেন আকিব প্রথম গোল করেন। খেলার ৭৫ মিনিটের সময় আকিব নিজের দ্বিতীয় গোল করলে চট্টগ্রাম জেলা ২০ গোলে এগিয়ে যায়। এ স্কোর লাইনেই চট্টগ্রাম জেলা জয়লাভ করে মাঠ ছাড়ে। ম্যাচ সেরা খেলায়োড় নির্বাচিত হন চট্টগ্রামের মোহাম্মদ রবিউল হোসেন আকিব। আগামীকাল ২০ অক্টোবর চট্টগ্রাম জেলা নোয়াখালী জেলার বিপক্ষে মাঠে নামবে। এর আগে গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রাম জেলা দল গত ১৭ অক্টোবর দলীয় ম্যানেজার সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খাঁন ও দলনেতা এনএইচটি হোল্ডিং লি: এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীরের নেতৃত্বে নোয়াখালী গমন করে। চট্টগ্রাম দলের কোচের দায়িত্ব পালন করছেন মো. শামসুদ্দীন চৌধুরী এবং সহকারী কোচ হিসেবে আছেন মো. নেজামত আলী। চট্টগ্রাম দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে গতকাল সমর্থকদের এক বিশাল বহর নোয়াখালী যায়।

পূর্ববর্তী নিবন্ধআয়কর বিভাগ ফুটবল টুর্নামেন্টে কর অঞ্চল-৩ জিতেছে
পরবর্তী নিবন্ধশেখ রাসেল একাডেমি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন