শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ (অনূর্ধ্ব–২০) ফুটবল প্রতিযোগিতায় চট্টগ্রাম আজ খেলবে লক্ষ্মীপুর জেলার সাথে। বিকাল ৩টায় এ খেলা নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রাম জেলা দল গতকাল ১৭ অক্টোবর দলীয় ম্যানেজার সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খাঁন ও দলনেতা এনএইচটি হোল্ডিং লি: এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীরের নেতৃত্বে নোয়াখালী পৌঁছেছে। চট্টগ্রাম দলের কোচের দায়িত্ব পালন করছেন মো. শামসুদ্দীন চৌধুরী এবং সহকারী কোচ হিসেবে আছেন মো. নেজামত আলী। চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়রা হলেন: মো. রাকিব হোসেন, শুভ্র দাশ শেখর, সুমন জলদাস, মো. তৌহিদুল ইসলাম, মো. তাহসিন হোসেন, মো. জাওয়াদ হোসেন সেজান, মো. রাশেদুল ইসলাম, মো. সাহাদাত হোসেন রনি, সাইফুর রহমান তানভীর, নিশান দাস, মো. হাফিজুর রহমান, বিজয় দাশ, মো. ফরহাদ, ওমর জুবায়ের রেজভী, সাজ্জাদুল ইসলাম, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ নিশাদ, মোহাম্মদ রবিউল হোসেন আকিব।