শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ক্লাবের উন্নয়নে নানান বিষয় নিয়ে আলোচনা হয়।
সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ক্লাবের নব-নির্বাচিত পরিচালকরা উপস্থিত ছিলেন।
এসময় ক্লাবের সামগ্রিক উন্নয়নে নানান পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
আসন্ন ফুটবল মৌসুমে শক্তিশালী দল গঠন ছাড়াও দেশের সম্ভাবনাময় নানান খেলাধুলায় ক্লাবের অংশগ্রহণ নিশ্চিতে কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। ক্লাবের কর্মকাণ্ডে আরো গতিশীলতা আনার লক্ষ্যে নানান বিষয়ে মতামত প্রদান করেন আলোচকরা। সোমবার পরিচালনা পর্ষদের পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর ছাড়াও আরো উপস্থিত ছিলেন নব-নির্বাচিত পরিচালক নঈম নিজাম ও ইমদাদুল হক মিলন, লিয়াকত আলি মুকুল, সালেহ জামান সেলিম, ইসমত জামিল আকন্দ লাভলু।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময়ে শেষ হওয়া শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা ইমরুল হাসান।