শেখ রাসেল একাডেমি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের আয়োজনে শেখ রাসেল অনূর্ধ্ব১১ একাডেমি চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের ৩য় আসরের উদ্বোধন হয়েছে গতকাল। ১১ বছরের শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১১ ফুট দৈর্ঘ্যের ১৯০ পাউন্ড ওজনের কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়। মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক লায়ন দিদারুল আলম চৌধুরীর পরিকল্পনা ও অর্থায়নে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লিগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। উদ্বোধক ছিলেন নগর আওয়ামী লীগ ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিদারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নোমান আল মাহমুদ এমপি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন (রঞ্জু)। উপস্থিত ছিলেন অতি. পুলিশ কমিশনার (ট্রাফিক) ইঞ্জি. আব্দুল মান্নান মিয়া, অতি. পুলিশ কমিশনার (এডমিন ও ফাইনান্স) এম এ মাসুদ ও অতি. পুলিশ কমিশনার (ক্রাইম) এ এস এম মাহতাব উদ্দিন। সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক মুজিবুর রহমানসহসহ সিএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সিজেকেএস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে টুর্নামেন্টে গতকাল মাঠের লড়াইয়ে সৈয়দ মুহবুবুল হক এ জে ক্রিকেট একাডেমি ৩৬ রানে সুকান্ত বাবু ব্রাইট ও আরিফ সেরনিয়াবাদ রাইজিং স্টার ক্রিকেট একাডেমি ৯ উইকেটে হারায় সুলতানা কামাল ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে। ম্যাচ শেষে সেরা খেলোয়াড় রাইজিং স্টারের আবিরকে সিজেকেএস কাউন্সিলর দিদারুল আলম ও এজে ক্রিকেট একাডেমির মেহরাজকে পুরস্কৃত করেন মো. জোবায়ের চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে চট্টগ্রামের শুভসূচনা
পরবর্তী নিবন্ধনিজেদের পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে চান হাথুরুসিংহে