শেখ রাসেল একাডেমি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটসাল ফুটবল টুর্নামেন্টে গতকাল মঙ্গলবার ৪টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় টাইব্রেকারে চট্টগ্রাম মহানগর ফুটবল একাডেমি ৪-৩ গোলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে। ২য় খেলায় মহসিন সাজু ফুটবল একাডেমি সবুজ টাইব্রেকারে ৪-৩ গোলে কদলপুর ফুটবল একাডেমি রাউজানকে পরাজিত করে। ৩য় খেলায় কদলপুর ফুটবল একাডেমি রাউজান ৪-২ গোলে চট্টগ্রাম উত্তর জেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে। দিনের শেষ খেলায় কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ৮-১ গোলের বিশাল ব্যবধানে বাঁশখালী থ্রি ষ্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে।