শেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত শেখ রাসেল এনএইচটি হোল্ডিংস লিঃ অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে । আজকের ফাইনালে মুখোমুখি হবে আনোয়ারা ফুটবল একাডেমি এবং পটিয়া আবদুস সোবহান ফুটবল দল। দুই দলই অপরাজিত থেকে ফাইনালে এসেছে। সেমিফাইনালে আনোয়ারা ফুটবল একাডেমি পরাজিত করে এ প্লাস ফুটবল একাডেমিকে। আর আবদুস সোবহান ফুটবল দল সেমিফাইনালে হারিয়েছিল শোভনীয়া ফুটবল একাডেমিকে। এখন দু দলই জিততে চায় এই ক্ষুদে ফুটবলারদের প্রথম টুর্নামেন্টের শিরোপা। ১২টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। আজকের ফাইনাল খেলা শেষ প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠান এন এইচ টি হোল্ডিংস লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. তানসির। ফাইনাল খেলা শুরুর আগে ক্ষুদে শিল্পীদের নৃত্য পরিবেশিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ওয়ায়েস কাদের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ নওজোয়ান ক্লাবের ফুটবল কমিটি গঠন