চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং এনএইচটি হোল্ডিংস লিমিটেডের আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আবদুস সোবহান ফুটবল দল। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ২–১ গোলে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা গোলশূন্য ড্র থাকে। গতকাল খেলার শুরুতেই ঝামেলা বাঁধে শোভনীয়ার একজন খেলোয়াড়কে নিয়ে। টুর্নামেন্ট কমিটির দাবি কার্ডে নির্ধারিত ছবির খেলোয়াড়ের সাথে উপস্থিত খেলোয়াড়ের কোন মিল নেই। নিজের নাম বলতেও ইতস্থিত করতে থাকা সেই খেলোয়াড়কে বাদ দিয়ে পরে শোভনীয়াকে মাঠে নামতে হয়। খেলা শুরু হতে তখন দেরি হয় ১৮ মিনিট। খেলা শুরুর পর প্রথমেই আক্রমনে উঠে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। খেলার তিন মিনিটের সময় শোভনীয়ার একজন খেলোয়াড়ের শট বারে লেগে গোল লাইনে পড়ে। রেফারী এতে গোলের বাঁশি বাজাননি। কিন্তু শোভনীয়ার খেলোয়াড়, কর্মকর্তাদের দাবি এটি গোল হয়েছে,বল লাইন অতিক্রম করেছে। গোলের দাবিতে তারা খেলোয়াড়দের খেলা থেকে বিরত রাখেন দীর্ঘক্ষণ। তবে খেলোয়াড়রা মাঠেই অবস্থান করতে থাকে। ক্ষুদে খেলোয়াড়দের সামনে কর্মকর্তাদের আচরণ সেমিফাইনাল খেলার সৌন্দর্য ব্যাহত করেছে। তবে শুভবুদ্ধির উদয় হয় কিছু পরেই। এসময় টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাবৃন্দের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর মাদারবাড়ি শোভনীয়া দল খেলায় ফিরে আসে।
এরপর মাঠে কিন্তু শোভনীয়াই রাজত্ব করে। বার বার তাদের খেলোয়াড়রা আক্রমণ করে বিপক্ষ সীমানায় উঠতে থাকে। গোলেরও বেশ কয়েকটি সুযোগ করতে সমর্থ হয় তারা। তুলনায় আবদুস সোবহান ফুটবল দল কম আক্রমণ পরিচালনা করে। তাদের আক্রমণগুলো শোভনীয়ার রক্ষণভাগ বুদ্ধিমত্তার সাথে ঠেকিয়ে দিতে সমর্থ হয়। দুর্ভাগ্য আক্রমণে উঠে শোভনীয়া ক্লাব গোলের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখলেও আক্রমণ ভাগের খেলোয়াড়রা লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। এ ব্যর্থতায় মাশুল দিতে হয় তাদের পরে। খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। কিন্তু আলোর স্বল্পতার কারণে দু’দলের কর্মকর্তাদের যৌথ সিদ্ধান্তে টুর্নামেন্ট কমিটি সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলা নিস্পত্তির সিদ্ধান্ত নেন। টাইব্রেকারে কপাল পুড়ে মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের। আবদুস সোবহান ফুটবল দলের পক্ষে আরাফাত হোসেন এবং সাইফুল ইসলাম সাফি গোল করে। অন্যদিকে মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের পক্ষে মাহমুদুর রহমান গোল করতে সমর্থ হয়। ফাইনালে আবদুস সোবহান ফুটবল দল খেলবে আনোয়ারা ফুটবল একাডেমি এবং এ প্লাস ফুটবল একাডেমির মধ্যকার বিজয়ী দলের সঙ্গে। গতকাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় সাহাদাত ইউসুফ মুমিনের হাতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজকের খেলায় অংশ নেবে আনোয়ারা ফুটবল একাডেমি এবং এ প্লাস ফুটবল একাডেমি। খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হবে।