চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়া চক্র আয়োজিত শেখ রাসেল একাডেমি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট আগামীকাল বুধবার বিকাল ৩টায় কলেজিয়েট স্কুল মাঠে শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম. শহীদুল ইসলাম এবং বিশেষে অতিথি থাকবেন বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের সভাপতি ও সিজেকেএস কাউন্সিলর ডা. সৈয়দ সাইফুল ইসলাম, ফুটবল প্রশিক্ষক রঞ্জিত পাল, ক্রীড়া সংগঠক সৈয়দ মোর্শেদ কচি। উদ্বোধনী খেলায় অংশ নেবে বাংলাদেশ বয়েজ ক্লাব একাডেমি কর্ণফুলী এবং চট্টগ্রাম বন্দর ওয়াই.এফ.সি. ফুটবল একাডেমি। টুর্নামেন্টে ২০টি ফুটবল একাডেমি অংশ নিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।