শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপের ট্রফি উন্মোচন

জয় পেয়েছে ইস্পাহানি ও কোয়ালিটি

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:২৩ পূর্বাহ্ণ

শেখ রাসেল অনূর্ধ্ব১১ একাডেমি কাপ চ্যালেঞ্জ ক্রিকেটে গতকাল রোববার নিজ নিজ খেলায় জয়লাভ করেছে শেখ কামাল ইস্পাহানি ক্রিকেট একাডেমি ও কর্নেল জামিল উদ্দিন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। দামপাড়া পুলিশ লাইনস মাঠে দিনের প্রথম খেলায় ইস্পাহানি ১৭ রানে হারায় রোজি জামাল আফতাব ক্রিকেট একাডেমিকে। ম্যাচ সেরার পুরস্কার লাভ করে জাহিদুল। তাকে পুরস্কৃত করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। দিনের পরের খেলায় আব্দুর রব সেরনিয়াবাত চিটাগাং ক্রিকেট একাডেমি ৩ রানে হার মানে কোয়ালিটির কাছে। প্রানজল ম্যাচ সেরার পুরস্কার লাভ করে। এদিকে গতকাল বিকালে আসরের ট্রফি উন্মোচন নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক মো. মুজিবুর রহমান এবং বিভিন্ন একাডেমি দলের ক্ষুদে খেলোয়াড় ও কর্মকর্তাগণ।

পূর্ববর্তী নিবন্ধটাইগার শোয়েবের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সমর্থকরা
পরবর্তী নিবন্ধসোসাইটি অব নাইন্টি সিক্স-ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিলভার হওক