চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে শেখ রাসেল অনূর্ধ্ব–১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে। মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সিজেকেএস সহ–সভাপতি দিদারুল আলম চৌধুরীর অর্থায়নে টুর্নামেন্টটির ৩য় আসরে অংশ নিচ্ছে ১৬টি একাডেমি দল। সিজেকেএস ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র সহযোগিতায় টুর্নামেন্টের খেলাগুলো দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে। আগামীকাল আসরের প্রথম ম্যাচে সকাল ৯টায় মুখোমুখি হবে সুলতানা কামাল ব্রাদার্স ক্রিকেট একাডেমি ও সৈয়দ মাহবুবুল হক এজে ক্রিকেট একাডেমি। বেলা ১.৩০টায় খেলবে সুকান্ত বাবু ব্রাইট ও আরিফ সেরনিয়াবাত রাইজিং স্টার একাডেমি। উল্লেখ্য. টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৮ অক্টোবর।
টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল বুধবার সিজেকেএস কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দিদারুল আলম চৌধুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিএমপি কোতোয়ালী জোন–এর সহকারী কমিশনার অতনু চক্রবর্তি, সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান, সাবেক ক্রিকেটার আব্দুল গফুর পন্টি প্রমুখ। ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপের সেরা দল খেলবে শেষ চারে।