চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের গ্রুপিং ও ১০টি একাডেমি দলের নামকরণ গতকাল দুপুরে সম্পন্ন হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামের মিলনায়নে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সিজেকেএস ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন। এছাড়া সিজেকেএস ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লব, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন ও বিভিন্ন একাডেমির প্রতিনিধির সাথে ক্ষুদে ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে অংশগ্রহণকারী ১০টি একাডেমিকে ২টি গ্রুপে লটারির মাধ্যমে বিভক্ত করা হয়। গ্রুপ ‘এ’ তে আছে শেখ ফজলুল হক-উদীয়মান, শেখ জামাল-শোভনীয়া, আবদুর রব সেরনিয়াবাত,সিসিএ, আরজু মনি-জুনিয়র ও সুলতানা কামাল-ব্রাদার্স ক্রিকেট একাডেমি। গ্রুপ ‘বি’ তে রয়েছে সুকান্ত বাবু-ব্রাইট, শেখ কামাল-ইস্পাহানী, রোজী জামাল-আফতাব, কর্নেল শাফায়েত জামিল-কোয়ালিটি ও শেখ নাসের-এস এস ক্রিকেট একাডেমি। ১৮ ডিসেম্বর সকাল ৯টায় আসরের উদ্বোধনী ম্যাচে খেলবে উদীয়মান ও ব্রাদার্স এবং বেলা ১টায় খেলবে ব্রাদার্স ও এস এস একাডেমি।