শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেট টুর্নামেন্ট আগামী মাসে শুরু

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে চারটি দলকে নিয়ে একটি সফল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে এই ক’দিন আগে। এখন লক্ষ্য ক্রিকেটকে মাঠে নামানো। সেই লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এ নিয়ে গতকাল বিকেলে চট্টগ্রামের ক্রিকেট অ্যাকাডেমিগুলোর প্রতিনিধিদের সাথে আয়োজক কমিটির এক মত বিনিময় সভা সিজেকেএস কন্‌ফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ্‌ চৌধুরী, ক্রিকেট কোচ তপন দত্ত প্রমুখ।
টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগ্রহী ক্রিকেট অ্যাকাডেমিগুলোকে আগামী ২৫ অক্টোবর রবিবার রাত ৮ টার মধ্যে দিদারুল আলম চৌধুরীর সাথে যোগাযোগ করে খেলোয়াড় রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। গতকালের মতবিনিময় সভায় একাডেমিগুলোর মধ্যে উপস্থিত ছিল চট্টগ্রাম ক্রিকেট একাডেমি, ব্রাদার্স ক্রিকেট একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি, মিলেনিয়াম, আফতাব আহমেদ, ব্রাইট, সিএসএস, জুনিয়র ট্রেনিং, ইস্পাহানি, কোয়ালিটি, স্বাধীনতা ও পোর্ট স্পোর্টস ক্রিকেট একাডেমি। উল্লেখ্য শিশুদের অনুশীলন সহ এই টুর্নামেন্ট চলাকালে করোনা স্বাস্থ্যবিধি অনুসরন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল খেলতে দুবাই গেলেন সালমা-জাহানারা
পরবর্তী নিবন্ধসীমান্ত অতিক্রমকারী চীনা সৈন্যকে ফেরত দিল ভারত