শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটের ফলাফল

| রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৪১ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ শেখ রাসেল (অ-১১) চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের দুটি খেলা গতকাল অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় আরজু মনি- জুনিয়র ক্রিকেট একাডেমি ৬৪ রানে শেখ জামাল- শোভনীয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের অর্ঘ চৌধুরী। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান।
দিনের দ্বিতীয় খেলায় কর্ণেল জামিল উদ্দিন- কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৯ রানে শেখ কামাল- ইস্পাহানী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের মো. হামিম। তাকে ক্রেস্ট প্রদান করেন মরহুম এম.এ আজিজের সন্তান সাইফুদ্দিন খালেদ বাহার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসকেএস বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধবড়মিয়া মসজিদ মহল্লা কমিটির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত