শেখ রাসেল অনুর্ধ-১১ চ্যালেঞ্জ কাপের গ্রুপিং আগামীকাল রবিবার বেলা ১১টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শিশুদের এই ক্রিকেট আসরে চট্টগ্রামের ১০টি একাডেমি অংশ নিচ্ছে। একই অনুষ্ঠানে প্রতিটি একাডেমির জন্য লটারির মাধ্যমে শহীদদের নাম নির্ধারণ করা হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত থাকবেন। চ্যালেঞ্জ কাপে অংশ নিতে যাওয়া প্রতিটি একাডেমির প্রতিনিধিদের যথাসময়ে গ্রুপিং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।