শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটে জিতেছে কোয়ালিটি ও সিসিএ

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

শেখ রাসেল অনূর্ধ্ব১১ একাডেমি কাপ চ্যালেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরে দ্বিতীয় দিনের খেলা শেষে জয় নিয়ে ফিরেছে কর্নেল জামিল উদ্দিন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ও আব্দুর রব সেরনিয়াবাত চিটাগং ক্রিকেট একাডেমি (সিসিএ)। গতকাল দামপাড়া পুলিশ লাইন্স মাঠে দিনের প্রথম খেলায় রোজী জামাল আফতাব ক্রিকেট একাডেমির বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় কোয়ালিটি। প্রথমে ব্যাট করে আফতাব একাডেমি পুরো কুড়ি ওভার খেলে ৭ উইকেটে ৮৯ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে কোয়ালিটি ওপেনিং জুটিতেই তুলে নেয় ৮০ রান। ইভান রায়হান ২৭ ও হোসাইন মনসুর আয়াত ৩৪ রান করে। ৯.৫ ওভারে ৯০ রান তুলতে দলটি হারায় মাত্র ৩ উইকেট। ম্যাচ সেরা হয় হোসাইন মনসুর আয়াত। তাকে পুরস্কৃত করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম। অপর ম্যাচে প্রথমে ব্যাট করে চিটাগাং ক্রিকেট একাডেমি ৭ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে শেখ কামাল ইস্পাহানি ক্রিকেট একাডেমি পুরো কুড়ি ওভারে ৯ উইকেটে ৭৯ রান সংগ্রহে সক্ষম হলে তাদের ৩৫ রানে হার মানতে হয়। ম্যাচ সেরা হয় বিজয়ী দলের প্রান গোপাল। তাকে পুরস্কৃত করেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ কাজল।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং স্কোয়াড ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধএই জায়গা থেকেও কামব্যাক করার আশা সুজনের