শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেট ১৭ আগস্ট শুরু

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগ আয়োজিত শেখ রাসেল স্মরণে অনূর্ধ্ব–১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট ১৭ আগস্ট শুরু হবে। তার আগে টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে করণীয় নিরুপনে অংশগ্রহনকারী ১৪ একাডেমি দলের সাথে বৈঠকে বসে আয়োজকরা। গতকাল শনিবার অনুষ্ঠিত বৈঠকে প্রতিটি একাডেমির দায়িত্বশীলদের উপস্থিতিতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভা শেষে জানানো হয় ৩ থেকে ৫ আগস্ট বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে রেজিস্ট্রেশন ফরম বিতরণ চলবে। ৫ আগস্টই প্রতিটি একাডেমিকে খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম জমা দিতে বলা হয়েছে। এরপর ৭ আগস্ট গ্রুপিংস নির্ধারণ করা হবে। মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী জানান, ১৪টি একাডেমি দলকে ৪টি গ্রুপে বিভক্ত করা হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা চারটি দল খেলবে শেষ চারে, এরপর ফাইনাল। গতকালের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ক্রিকেট প্রশিক্ষক তপন দত্ত, ফিরোজ খান, আমিনুল হক, আবু নেওয়াজ, আশরাফউদ্দিন নাহিদ, সাজ্জাদুর রহমান, আসাদুজ্জামান সাজু ও মো. সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উজ্জীবন ক্লাব চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে হাজার রান লিটনের