শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটের খেলোয়াড় বাছাই সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগ আয়োজিত শেখ রাসেল স্মরণে অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে অংশগ্রহনকারী ১৪টি একাডেমি দলে খেলোয়াড় বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টা থেকে এম এ আজিজ স্টেডিয়াম এ বাছাই প্রক্রিয়া শুরু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে সহকারী রেজিস্ট্রার ডা. আরাফাতুল আলম ও একই হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. সুজয় চাকমার তত্ত্বাবধানে রাত ৮টা পর্যন্ত একটানা খেলোয়াড়দের বয়স যাচাই-বাছাইয়ের কাজটি চলে। মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরীর উপস্থিতিতে সার্বিক কার্যক্রম তদারকীতে ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, ক্রিকেট প্রশিক্ষক সুব্রত চৌধুরী, এম আই এইচ ফরহাদ, জুলফিকার জুলহাস প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৪৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড ৯নং পৌর ওয়ার্ডে কাউন্সিলর পদে কামাল চৌধুরীর জয়