চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে শীঘ্রই শুরু হবে শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ১৩টি একাডেমির খেলোয়াড় বাছাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে ১৩টি একাডেমির খেলোয়াড়দের মধ্যে ১০টি একাডেমি বাছাই কার্যক্রমে অংশ নেয়। পুরো কার্যক্রম চলে বাছাই কমিটির চেয়ারম্যান সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে। সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরীর পরিচালনায় পুরো আয়োজনটিতে তত্ত্বাবধান করেন সুব্রত চৌধুরী, ফরহাদ প্রমুখ। বৃষ্টির কারণে গতকাল যে ক’টি একাডেমি বাছাই কার্যক্রমে অংশ নিতে পারেনি তাদের চলতি সপ্তাহেই চূড়ান্ত বাছাইয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।