শেখ রাসেল অনূর্ধ্ব-১১ একাডেমি চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট আগামী ১৮ অক্টোবর মাঠে গড়াবে। এ উপলক্ষে আয়োজক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগ গত ১৬ সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রায় ১৫টি একাডেমি দলের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
আরও অধিক সংখ্যক দলের অংশগ্রহনের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজকরা সেদিনই জানায় ২৩ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী অন্য একাডেমিগুলো তাদের সম্মতিপত্র জমা দিতে পারবে। সে হিসাবে আজ রাত ৮টার মধ্যে সম্মতিপত্র আয়োজক মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক লায়ন দিদারুল আলম চৌধুরীর কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।