একটি শিশুর চাঁদের হাসি মুখে ভরা মায়া
দুচোখে তার স্বপ্ন রাশি বুকে আলোর ছায়া।
পাখ-পাখালির কোলাহলে ভাঙতো যে তার ঘুম
জাতির পিতা যার কপালে দিতো হাজার চুম।
রোদের কণা মেখে দিতো মা যে সারা গায়
এমন ছেলে পৃথিবীতে খুঁজে পাওয়া যায়?
মধুমতির ঢেউয়ের নাচন ছিল স্বপ্ন আশা
সেই শিশুটির প্রিয় সবার প্রাণের ভালোবাসা।
ফুলের কলি সেই শিশুটির মুখে মধুর কথা
তার দুপায়ে দূর্বা কোমল জড়ায় স্বর্ণলতা।
সে যে প্রিয় রাসেল সোনা মিষ্টি মধুর হাসি
আমরা যে ভাই সবাই তাকে বড্ড ভালোবাসি।