শেখ মুজিবুর

জাবীদ মাইনউদ্দীন | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৩৭ পূর্বাহ্ণ

নিস্তব্ধতা ছিলো নিশীথ গভীর

নিদ্রাবিভোর ছিলো দিগবিজয়ী বীর

চেতনায় যার ছিলো রক্তমশাল

সাগরের মতো বক্ষ বিশাল

মসৃণ কখনো ছিলো না সময়

বিক্ষোভ বিপ্লবে জীবনটা ক্ষয়

করে দিয়ে মুক্তির খুঁজেছিলো পথ

পশ্চিমা হানাদার দিয়েছিলো খত।

বজ্র কঠিন স্বরে উঁচিয়ে আঙুল

দাম্ভিক শাসকের ভেঙেছিলো ভুল

ঝাণ্ডা উড়িয়ে দিয়ে মাতাল হাওয়ায়

এমোন উদার ছিলো মহান পিতা

এই বুকে জ্বেলে দিয়ে দ্রোহের চিতা

হানাদার বাহিনীর দেশীয় দোসর

জাতির স্বপ্ন করে প্রগাঢ় ধূসর

ক্ষমা নেই, নেই ক্ষমা ঐ খুনীদের

আঁচলে প্যাঁচিয়ে থাকা ঋষি মুণিদের

পরে যারা আছে আজো মুখোশের জাল

সর্পিল উদ্যত ওরা চিরকাল।

পূর্ববর্তী নিবন্ধমুজিব মানে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধঅসচ্ছল, দরিদ্র ও বেকার কর্মক্ষম নারীদের অগ্রযাত্রায় চট্টগ্রাম জেলা পরিষদ