শেখ মনি ছাত্র ও যুব স্কোয়ার্ডের আলোচনা সভা

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ১:৩১ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ মনি ছাত্র ও যুব স্কোয়ার্ড ৯নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র, একটি মানচিত্র, একটি পতাকা পেয়েছি। বঙ্গবন্ধু কৃষক, শ্রমিক, দিনমজুর তথা আপামর জনতার নেতা ছিলেন। রাজনৈতিক দূরদর্শিতা ও মানবিক গুণাবলীর কারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান।

৯নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল ওয়াজেদ খান রাজিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারহান সোহেলের সঞ্চালনায় নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, আবুল কালাম আবু, ফয়েজ আহমেদ, সাইফুর রহমান রাজু, মনোয়ার উল আলম চৌধুরী নোবেল, জিয়া উদ্দিন লুবন, পাবেল ইসলাম, সাইমন হোসেন ভোর, আরিফুল ইসলাম মাসুম, সিরাজুল ইসলাম লিটন, আলমগীর চৌধুরী আলো, নূর নবী মারুফ, মোশারফ হোসেন ছোটন, এডভোকেট সৈয়দ রবি, সাইফুল করিম, শহীদুল ইসলাম শহীদ, ইমরান আহমেদ শাওন, আব্দুল কাদের, আবদুর রাজ্জাক, আফরান হোসেন রনি, নূর মোহাম্মদ রুবেল, মারুফ হোসেন, সিদ্বার্থ হিমেল, বাবু, মানিক, হামিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২জন করোনায় আক্রান্ত
পরবর্তী নিবন্ধনাপা সিরাপ খেয়ে নয়, পরকীয়ার জেরে দুই শিশুকে ‘পরিকল্পিত হত্যা’