যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মহানগর যুবলীগের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শেখ ফজলুল হক মনির আদর্শ যুগে যুগে যুবলীগ কর্মীদের যে কোন আন্দোলনে অনুপ্রেরণা যোগায়। মনির রাজনৈতিক চিন্তা ও চেতনা ধারণ করে বর্তমানে যুব সমাজকে এগিয়ে যেতে হবে।
দিদারুল আলম দিদারের সভাপতিত্বে নঈম উদ্দিন খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আবদুল মান্নান ফেরদৌস, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চৌধুরী জহির মো. বাবর, মীর আবদুর রহমান মামুন, সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, দিদারুল আলম দিদার, জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, তানভির আহমেদ রিংকু।
আরও উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন মিঠুন, সাইফুদ্দিন আহমেদ, পেয়ার মোহাম্মদ পেয়ারু, ফারুক চৌধুরী, তাজউদ্দিন রিজভী, জাহাঙ্গীর আলম, সাহেদ হোসেন টিটু, মাসুদ আকবরী, এস এম নাসির উদ্দিন, রেদুওয়ান ফারুক, আবু সুফিয়ান, ফজলে হাসান চৌধুরী, ইসতেহার উদ্দিন পারভেজ, মাহমুদুল হক আবু, এডভোকেট নজরুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।
১১নং ওয়ার্ড যুবলীগ : শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উদযাপন করেছে ১১নং ওয়ার্ড যুবলীগ। গত শুক্রবার রাতে ওয়ার্ড যুবলীগ আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. ইসমাইল। এ সময় ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে কে.এম.শরীফ, নজরুল ইসলাম সোহেল, বাবুল দেবনাথ, শহীদুল ইসলাম দিপু, ফারুক, মিন্টু, তৈয়ব, বশর, পারবেজ, বাদল, ওমর ফারুক, টুটুল, ফাহিম, শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।