সীতাকুণ্ড প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সাংবাদিক শেখ মো. সালাউদ্দিনের ভাই সীতাকুণ্ড পৌরসদরের বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ উদ্দিন (৪৫) দীর্ঘদিন ধরে জটিল লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকাল ৪টায় চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ মঙ্গলবার সকাল এগারটায় শেখপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।