মরহুম শেখ ফজলুল হক মনি স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট হালিশহর হাউজিং এস্টেট মাঠে ১ম বারের মত শুরু হয়েছে। মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সামদানী জনির ব্যবস্থাপনায় মুন বয়েজ আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম,আর আজিম।
মুন বয়েজ ক্লাবের সভাপতি রবিউল আওয়াল রাহাতের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আসিফুর রহমান মুন্না, ফজলুল কবির সোহেল, আলী রেজা পিন্টু, সেলিম চৌধুরী, মাহফুজ আহমেদ ফাহিম, সাব্বির আহমেদ শামীম, ইসমাইল হোসেন, নুরুল আলম চৌধুরী শরিফ, মো. আল মামুন, মো. জুয়েল প্রমুখ।
টুর্নামেন্টে মোট ৪৮ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ভাই-বন্ধু একাদশ ২-১ গোলে বোনাফ্রাইড সিক্সারস প্রভাতীকে পরাজিত করে।